প্রকাশিত : ৮ জুন, ২০১৯ ২০:৪৭
মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবে মালদ্বীপ
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান 'রুল অফ নিশান ইজুদ্দিন'-এ সম্মানিত করতে চলেছে মালদ্বীপ সরকার। দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রথম বিদেশ সফর হিসেবে দ্বীপরাষ্ট্রকে বেছে নিয়েছেন নমো। সফর চলাকালীন তাঁকে মালদ্বীপের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে বলে সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ ঘোষণা করেছেন।বিদেশ নীতির ক্ষেত্রে পড়শি দেশগুলিকে অগ্রাধিকার দেবে বলে ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারই অঙ্গ হিসেবে ক্ষমতায় আসার পরে প্রথম বিদেশ সফরের জন্য তিনি মালদ্বীপকে বেছে নিয়েছেন বলে শুক্রবারই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মালদ্বীপকে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র বলে উল্লেখ করেন তিনি।গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণার পরে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তবে জরুরি অবস্থা প্রত্যাহারের পরে দু'দেশের সম্পর্ক ফের উন্নতি হয়। সে দেশের প্রেসিডন্ট ইব্রাহিম সোলিহর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত নভেম্বরে শেষবার মালদ্বীপে গিয়েছিলেন নমো। সূত্র: এইসময়