প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ১২:৫৯

জম্মু-কাশ্মিরে হামলায় সিআরপিএফ কর্মকর্তাসহ নিহত ৫

অনলাইন ডেস্ক
জম্মু-কাশ্মিরে হামলায় সিআরপিএফ কর্মকর্তাসহ নিহত ৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় গেরিলাদের গুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের কর্মকর্তাসহ ৫ জওয়ান নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক গেরিলাও নিহত হয়েছে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ওই ঘটনায় আরশাদ আহমেদ খান নামে জম্মু-কাশ্মির পুলিশের এক কর্মকর্তা ও স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।    

গতকাল বুধবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ গেরিলা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানরা হলেন, সহকারী উপ-পরিদর্শক নীরু শর্মা, কনস্টেবল এস কুমার, কনস্টেবল এম কে কুশওয়া, সহকারী উপ-পরিদর্শক রমেশ কুমার ও কনস্টেবল মহেশ কুমার।

দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ শহরের কেপি সড়কে টহলরত সিআরপি জওয়ানদের টার্গেট করে অজ্ঞাত গেরিলারা স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডও নিক্ষেপ করা হয়। 

প্রাথমিকভাবে সিআরপিএফের এক মুখপাত্র সন্ত্রাসী হামলায় তিন সিআরপিএফ জওয়ান নিহত ও অন্য তিনজন আহত হয়েছেন বলে জানান। পরে নিহত জওয়ানের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছায়।

উপরে