পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কুয়েতে
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের দেশ কুয়েতে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একইদিন, সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস। গত ৭ জুন ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস।