চীনে ভূমিকম্পে নিহত ১১,আহত ১২২
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২২ জন। খবর রয়টার্সের। সোমবার রাতে সিচুয়ান প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর আরও কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে ভবনধসে অনেকেই আটকা পড়েছেন। তাদের সেখান থেকে উদ্ধারে কাজ চলছে।চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, সিচুয়ানের ইয়েবিন শহরের বাইরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের গভীরতা ১৬ কিলোমিটার।ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত একটি হোটেল ধসে পড়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে কয়েকটি হাইওয়েতে ফাটল ধরেছে।ইয়েবিন সিটি কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট ওয়েবুতে জানিয়েছে, চেনজিং কাউন্টিতে ৮ জন নিহত হয়েছে। কুইজিয়ান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫শ’ উদ্ধারকাজে অংশ নিয়েছে।সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। ২০০৮ সালে অঞ্চলটিতে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়।