প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৪:৫৫

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২, আটকা ৪০

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২, আটকা ৪০

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। তবে ধসে পড়া ভবনের নিচে আরও ৪০ জনের বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুম্বাইয়ে দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ ডোংরি এলাকায় আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ওই ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের নিচ থেকে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-র তিনটি টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে সরু গলি, পুরনো ঘরবাড়ির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই সেখানে ভারী বর্ষণ হচ্ছিল।

এদিকে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর কর্মীরা পৌঁছেছে। তবে সরু গলির কারণে অনেকটা দূরেই তাদের গাড়ি পার্ক করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক কিশোর জানিয়েছে, আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। সবাই চিৎকার করছিল- বিল্ডিং পড়ে যাচ্ছে, বিল্ডিং পড়ে যাচ্ছে। আমি দৌঁড়ে যাই। মনে হচ্ছিল তখন বড় একটা ভূমিকম্প হয়েছে।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এই ভবনটি ৯০-১০০ বছরের পুরনো হতে পারে। আমি বেশ কয়েকজন শিশুর মৃতদেহ দেখিছি। ভবনটিতে সাত-আটটি পরিবার বসবাস করতো।

উপরে