মুম্বাই হামলার মূল হোতা হাফিজ সাঈদ পাকিস্তানে গ্রেপ্তার
ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার মূল হোতা এবং জামায়াতুদ দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজ মোহাম্মদ সাইদ সন্ত্রাসবাদে অর্থায়নের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার তিনি পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালায় যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) পাঞ্জাব শাখা।
সিটিডির পাঞ্জাব শাখার একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ডন।
শাখাটির এক মুখপাত্র জানান, হাফিজকে গুজরানওয়ালার এক অ্যান্টি-টেরোরিজম কোর্টে (এটিসি) হাজির করার পর জুডিশিয়াল রিমান্ডে কারাগারে পাঠানো হয়।
এটিসির পক্ষ থেকে শাখাটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গুজরানওয়ালার এক এটিসিতে হাজির হতে সেখানে যাচ্ছিলেন হাফিজ। তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে জেইউডির এক মুখপাত্র।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তাকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য ঘোষণা করে এক কোটি ডলার।
হাফিজকে এর আগেও কয়েকবার গ্রেপ্তার করে ছেড়ে দেয়া হয়। মুম্বাইয়ের হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে বিচারের আওতায় আনতে পাকিস্তানকে অনবরত দিয়ে আসছে।
এদিকে হাফিজ বারবার এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। মুম্বাই হামলায় ১৬০ জন নিহত হন।