প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯ ১২:৩৭

ভারতে বজ্রাঘাতে ৩৯ জন নিহত

অনলাইন ডেস্ক
ভারতে বজ্রাঘাতে ৩৯ জন নিহত

গত ২৪ ঘণ্টায় ভারতের বিহার রাজ্যের ১২ জেলায় বজ্রাঘাতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জামুইতেই নিহত হন ৮ জন। চলতি বছর বজ্রাঘাতে বিহারে এটাই সর্বাধিক মৃত্যুর ঘটনা। এর আগে গত ২৭ জুন বজ্রাঘাতে বিহারের বিভিন্ন এলাকায় ২৭ জন নিহত হন।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জামুইতে ৮, ঔরঙ্গাবাদে ৭, বাঙ্কা, ভাগলপুর ও পূর্ব চম্পারণে ৪ জন করে বজ্রাঘাতে নিহত হয়েছেন। এছাড়াও রোহতাসে ৩ জন ও নালন্দা, কাহিটার এবং নওদায় ২ জন করে নিহত হয়েছেন। মুঙ্গের, গয়া ও আরওয়ালে বজ্রাঘাতে নিহত হয়েছেন একজন করে।

নিহতদের পরিবারকে ৪ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এদিকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আরও বজ্রপাত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে ভারতের উত্তর প্রদেশে বজ্রাঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন কানপুরের, ৪ জন ঝানসির, হামিরপুরের ৩ জন, ফতেহপুরের ২ জন, জালাউনের ১ জন এবং চিত্রাকোটের ১ জন। বাকিদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

উপরে