৯৯ দিনের মধ্যেই ব্রেক্সিট বাস্তবায়ন হবে: বরিস জনসন
৯৯ দিনের মধ্যেই ব্রেক্সিট বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। এজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ওই বক্তৃতায় জনসন বলেন, আমরা নতুন একটি চুক্তি করবো, আরও ভালো চুক্তি। এর ফলে ব্রেক্সিটের সুবিধা আরও সম্প্রসারিত হবে। আমি আত্মবিশ্বাসী যে, ৯৯ দিনের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন হবে। এমনকি ৯৯ দিন নাও লাগতে পারে। ব্রিটিশ জনগণ অনেক অপেক্ষা করেছে, আর নয়।
এদিকে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য শপথ নেয়ার পরই মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগের মন্ত্রিসভা থেকে পুরনো অনেকেই পদত্যাগ করেছেন বা বাদ পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন নতুন মুখ এসেছে জনসনের মন্ত্রিসভায়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ব্রেক্সিটের সমর্থনকারীদের গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্ব দিয়েছেন জনসন। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডমিনিক র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রীতি প্যাটেল। এছাড়া সাজিদ জাভিদকে করা হয়েছে চ্যান্সেলর।
অন্যদের মধ্যে বেন ওয়ালেসকে ডিফেন্স সেক্রেটারি, লিজ ট্রাসকে ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারি, গ্যাভিন উইলিয়ামসনকে এডুকেশন সেক্রেটারি, নিকি মরগানকে কালচার সেক্রেটারি এবং আন্দ্রে লিডসমকে বিজনেস সেক্রেটারি করা হয়েছে।