পাকিস্তনে পৃথক হামলায় মোট ১০ সৈন্য নিহত
পৃথক হামলায় ক্যাপ্টেনসহ ১০ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে ঘটনাদ্বয় ঘটে বলে সেনা দপ্তরের বিবৃতি দিয়ে খবর প্রকাশ সংবাদমাধ্যম ডন।প্রথম ঘটনায়, আফগানিস্তানের গুবরাজ সীমান্তে দক্ষিণ ওয়াজিরিস্তানে অস্ত্রধারী সন্ত্রাসীরা টহলরত পাক সেনাদের ওপর অতর্কিত গুলি ছোড়ে । এসময় ৬ পাকিস্তানী সেনা নিহত হয়।নিহত ছয় সেন সদস্য হলেন, হাবিলদার খালিদ, সিপাহী নাভিদ, বাছাল, আলি রেজা, মোহাম্মদ বাবর ও আহসান
দ্বিতীয় ঘটনাটি ঘটে বেলুচিস্তানে হুসাব ও তুরবাতের (উপজাতি) মধ্যে অভিযান চলাকালে পাকিস্তানী সেনাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।এতে সেনা অধিনায়কসহ ৪ জন নিহত হয় বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।নিহত সেনা সদস্যরা হলেন, ক্যাপ্টেন আকিব, সিপাহী নাদির, আতিফ আলতাফ ও হাফিজুল্লাহ।পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেন, সীমান্তে ও বেলুচিস্তানে নিহত ১০ সেনা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিজেদের উৎসর্গ করেছেন।
তিনি বলেন, উপজাতীয় অঞ্চলে যখন নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটেছে, যখন পশ্চিমাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে, তখন শত্রুরা বেলুচিস্তানকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের চেষ্টা ইনশাআল্লাহ ব্যর্থ হবে বলে তিনি জানান।আফগান শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের আলোচনার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটেছে।পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক টুইটে বলেন, আফগানিস্তান শান্ত আলোচনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অবদান স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ।