ইয়েমেনে মিলিটারি প্যারেডে মিসাইল হামলায় নিহত ৪০

ফের মিসাইল হামলায় প্রাণ গেল ৪০ জনের৷ ইয়েমেনের অ্যাডেনে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে৷ আহতের সংখ্যা প্রায় ১২৷ এক প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার যখন মিলিটারি প্যারেড হচ্ছিল তখন সেনা শিবিরে মিসাইল এসে পড়ে৷ চতুর্দিক রক্তাক্ত হয়ে ওঠে ৷
ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আবদুল মালিক সইদ ট্যুইটে এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে দাবি করেন৷ শহরের অন্য একটি স্থানে একটি আত্মঘাতী হামলায় আরও ১০ জনের প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে৷
হুথির আন্দোলন থেকে জানা যাচ্ছে, তারা সেনাদের প্যারেডে মিসাইল এবং সশস্ত্র ড্রোন দিয়ে হামলা করে৷ অন্যদিকে, এক সিনিয়র পুলিশ আধিকারিক আবদেল দয়াম আহমেদ জানান, সকালে একটি বোমা সহ গাড়ি, একটি বাস এবং তিনটি মোটরসাইকেলে করে পুলিশ স্টেশনকে নিশানা করা হয়৷ এতে ১০ জনের প্রাণ যায়।
খবর কোলকাতা টুয়েন্টি ফোরের
সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন, মিলিটারি প্যারেড, মিসাইল হামলা, নিহত
৩০ মে, ২০১৯
২৫ জুন, ২০১৯
২৮ জুন, ২০১৯
২৯ জুন, ২০১৯
১ জুলাই, ২০১৯