টেক্সাসের পর এবার ওহাইওতে বন্দুকধারীর হামলায় নিহত ৯

এবার যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ডায়টোনে একটি বারের বাইরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৬ জন। এঘটনায় হামলাকারী নিহত হয়েছে।
স্থানীয় সময় রাত একটা কিছুপর ওরেগন জেলার একটি বারের সামনে গোলাগুলির শব্দ হয়। টুইট বার্তায় বন্দুকধারীর হামলার কথা নিশ্চিত করেছে ডায়টন পুলিশ বিভাগ।
যদিও দ্যা সান সহ স্থানীয় গনমাধ্যমের দাবি, হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে এফবিআই সদস্যরা।
টেক্সাসের ওয়ালমার্টের শো-রুমে শেতাঙ্গ বন্দুকধারীর হামলার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এ হামলা হলো। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এলপাসোতে ওয়ালমার্টের সুপারশপে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও ২৬ জন। হামলার সময় শোরুমটিতে ১ থেকে ৩ হাজার মানুষ ছিলেন। এমন নৃশংসতার পর, সন্দেহভাজন শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ।