সাহিত্য নোবেলজয়ী টনি মরিসনের মৃত্যু
অনলাইন ডেস্ক
আমেরিকার নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল মঙ্গলবার নিহতের পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মরিসনের পরিবারের পক্ষ থেকে বলা হয়,কিছুদিন অসুস্থতায় ভোগার পর গত ৫ অগাস্ট রাতে তিনি মারা গেছেন।এ সময় টনির পাশে ছিল তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা।
সাহিত্যে নোবেল এবং পুলিৎজার পুরস্কার ছাড়াও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার গ্রহণ করেন টনি মরিসন।
এ ছাড়া আমেরিকার সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ১৯৯৬ সালে তিনি ‘ন্যাশনাল বুক ফাউন্ডেশনস মেডেল’ অর্জন করেন।
টনি মরিসন ‘র্যানডম হাউজে’র প্রথম আফ্রিকান-আমেরিকান নারী সম্পাদকও ছিলেন।