আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ৬৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু-কিশোর রয়েছে।
বিয়ের অনুষ্ঠানে মঞ্চের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের ঘিরে ছিল অনেক শিশু ও যুবক। সেখানেই হঠাৎ বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। আনন্দময় বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।
বোমা বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে তালেবানরা হামলা চালায়নি বলে দাবি করেছে।
ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত এক হাজারের মতো মানুষে অবস্থান করছিল।
সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান, বিয়ের অনুষ্ঠান,বোমা বিস্ফোরণ, নিহত
২১ মে, ২০১৯
২৫ মে, ২০১৯
২৫ মে, ২০১৯
২৭ মে, ২০১৯
২৮ মে, ২০১৯