আবারও বাড়লো স্বর্ণের দাম
দশ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে এক হাজার একশ ৬৬ টাকা। এই সিদ্ধান্ত ১৯ আগস্ট সোমবার থেকে কার্যকর হবে। এর আগে চলতি মাসে দুইবার স্বর্ণের দাম বাড়ানো হয়।
আজ রোববার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা (প্রতি গ্রামের
দাম ৪ হাজার ৮৭৫ টাকা)। যা আগে ছিল ৫৫ হাজার ৬৯৫ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা)। যা আগে বিক্রি হতো ৫৩ হাজার ৩৬৩ টাকায়।
আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ২৪৫ টাকা)। এর আগে এ মানের স্বর্ণের দাম পড়তো ৪৮ হাজার ৩৪৭ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২৯ হাজার ১৬০ টাকা। যা এর আগে ছিলো ২৭ হাজার ৯৯৩ টাকা।