ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণ মামলায় ৪ বাংলাদেশিসহ দোষী সাব্যস্ত ১৯
ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণ মামলায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জন বাংলাদেশি। বুধবার ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত এদেরকে দোষী সাব্যস্ত করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সব আসামি আদালতে অপরাধ স্বীকার করেছে। আজ শুক্রবার তাদের সাজার পরিমাণ ঘোষণা হওয়ার কথা রয়েছে।
দোষী সাব্যস্ত চার বাংলাদেশি হলো- সাদিক ওরফে সুমন ওরফে তারিকুল ইসলাম ওরফে রাইহান শেখ, শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ ওরফে বুরহান শেখ ওরফে সুরত আলী, হাবিুবর রহমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে জাবিরুল ইসলাম ওরফে জাফর এবং লিয়াকত আলী প্রামাণিক ওরফে রফিক ওরফে রফিকুল ওরফে মোহাম্মদ রুবেল।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জনবহুল খাগড়াগড় এলাকার এক বাড়িতে বোমা (আইইডি) বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বোরকা সেলাইয়ের কারখানার কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। পরবর্তীতে এনআইএ-কে এ মামলার তদন্তভার দেয়া হয়।