প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫

ক্যালিফোর্নিয়ায় যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ৮

অনলাইন ডেস্ক
ক্যালিফোর্নিয়ায় যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ৮

ক্যালিফোর্নিয়া উপকূলে একটি যাত্রীবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে কনসেপশন নামের একটি যাত্রীবাহী নৌকায় এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া বহু জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। জাহাজে উদ্ধার অভিযানে কাজ করা কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন।

আরও জানায়, তারা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিল। তবে এখনও অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপরে