প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫২

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বোমা হামলায় দুই সেনাসহ নিহত ১০

অনলাইন ডেস্ক
কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বোমা হামলায় দুই সেনাসহ নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ন্যাটোর দুই সেনাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ হামলায় আহত হয়েছে অন্তত ৪২ জন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়।

ন্যাটো এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে আমেরিকা ও রোমানিয়ার একজন করে সেনা রয়েছে। তবে ন্যাটোর পক্ষ থেকে এ হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত অপর ১০ জন বেসামরিক আফগান নাগরিক। বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল। হামলায় ৪২ জন আহত হবার খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয়।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় অন্তত ১২ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন।

উপরে