নরেন্দ্র মোদিকে 'ফাদার অফ ইন্ডিয়া' বললেন ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইন বৈঠকে ফের একবার মিলিত হন এই দুই রাষ্ট্রনেতা। সেখানে দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে দুজনের কথা হয়। গতকাল মঙ্গলবার সেই বৈঠক শেষেই প্রধানমন্ত্রী মোদির উচ্চ প্রশংসা ট্রাম্পের মুখে শোনা গেল। তাঁর কাছে মোদি মহান নেতা। এমনকি নরেন্দ্র মোদিকে ফাদার অফ ইণ্ডিয়া বলতেও পিছপা হননি মার্কিন প্রেসিডেন্ট।
মোদিকে নিখাদ ভদ্রলোক ও বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে টাম্প বলেন, আগে ভারতের ভাবমূর্তি বিশ্বের কাছে স্পষ্ট ছিল না। একতার অভাব, মতবিরোধ, রাজনীতির লড়াইয়ে দীর্ণ ভারত বেশি নজরে আসত। কিন্তু একজন সত্যিকারের অভিভাবকের মতো ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন মোদি। তাই আমরা সবাই ওনাকে ফাদার অফ ইণ্ডিয়া নামেই সম্বোধন করি।
জানা গেছে, এদিন নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির ফাঁকে বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
এমনকি ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে বলেও বৈঠক শেষে জানা গেছে।