প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৭

ভারতে অতিবৃষ্টিতে নিহত ৭৩

অনলাইন ডেস্ক
ভারতে অতিবৃষ্টিতে নিহত ৭৩

অতিবৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য বিপর্যস্ত অবস্থায় পড়েছে। গত চারদিন টানা বৃষ্টির ফলে ৭৩ জনের মৃত্যু হয়েছে। একই কারণে বিহারে মারা গেছে ২০ জন। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

উত্তরপ্রদেশে নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বেশ কিছু এলাকায় জারি হয়েছে রেড এলার্ট। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ-এর ১৮ টি দল। 

উত্তরপ্রদেশ এবং বিহারে কার্যত স্তব্ধ জনজীবন। ইতিমধ্যেই বিহারে ১৩ টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে । দেরিতে চলছে একাধিক ট্রেন । মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গেছে, শুক্রবার বিহারে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। রাজ্যের পূর্ব অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, প্রয়াগরাজ ও বারাণসীতে যথাক্রমে ১০২.২ মিলিমিটার ও ৮৪.২  মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটিও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরেও চলছে বৃষ্টি। চলছে উদ্ধারকাজ। 

সূত্র : ইটিভি ভারত, আজকাল 

উপরে