প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৬

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে বন্যায় নিহত ১২২

অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে বন্যায় নিহত ১২২

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার কারণে রেল ও সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া হেলথকেয়ার সার্ভিস, স্কুল কার্যক্রম ব্যাহত ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

উত্তরপ্রদেশ সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছে। আর বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের প্রধান শহর পাটনায় বন্যার প্রভাব বেশি পড়েছে বলে জানিয়েছে তারা।

পাটনার মূল সড়কগুলোতে গাড়ি ডুবে থাকতে দেখা গেছে। আর মানুষজন যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি কারণে একজন রিকশাচালককে বেশ বেগ পেতে হচ্ছে।

মূলত গত শুক্রবার থেকে সেখানে ভারী বর্ষণ শুরু হয়। এরপর শহরের বহু আবাসিক এলাকা পানিতে ডুবে যায়। একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, শহরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ‘পুরোপুরি অপ্রত্যাশিত’।

সেখান থেকে পানি সরাতে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ও মেশিন চেয়েছে রাজ্য সরকার। পার্শ্ববর্তী উত্তরপ্রদেশেও বন্যার একই ধরনের চিত্র পাওয়া গেছে।

বারানাসির একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পানির অবস্থা খুব খারাপ-বারানাসির অবস্থা খুব খারাপ। ড্রেন ব্যবস্থা ঠিক মতো কাজ করছে না।

উপরে