প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১২:২১

ধর্ষণের অভিযোগে নেপালি পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ

অনলাইন ডেস্ক
ধর্ষণের অভিযোগে নেপালি পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ

পার্লামেন্টের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের পার্লামেন্টের স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা পদত্যাগ করেছেন। 

কৃষ্ণা বাহাদুর মাহারা নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা। 

রবিবার ওই নারী ধর্ষণের অভিযোগ আনেন। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। 

ওই নারীর অভিযোগ, রবিবার রাতে তার নিজের বাড়িতে গিয়ে স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা তাকে ধর্ষণ করেছেন। সে সময় স্পিকার মদ্যপ অবস্থায় ছিলেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জরুরি বৈঠক হয়। সে সময় প্রধানমন্ত্রী কে. পি শর্মা ওলি স্পিকারকে পদত্যাগের আহবান জানান।

এদিকে, কৃষ্ণা বাহাদুর মাহারা ওই অভিযোগ অস্বীকার করেছেন। 

তিনি বলেন,  মিডিয়ায় আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি পদত্যাগ করলাম।

সূত্র : ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস 

উপরে