প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯ ১৮:১৭

জার্মানির ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক
জার্মানির ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২

জার্মানির একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) বন্দুকধারীর হামলায় দু`জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় হল শহরে এ ঘটনা ঘটে। হামলার সময় সিনাগগে ইহুদিরা ছুটির দিনে প্রার্থনায় জড়ো হয়েছিলেন। অনলাইনে একটি ভিডিও গেম প্ল্যাটফর্মে স্ট্রিম করে ওই হামলা চালানো হয়। সিনাগগে ঢুকতে ব্যর্থ হলেও দুজনকে হত্যা করতে সমর্থ হয় সে। ইতিমধ্যেই জার্মান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ভিডিও গেমের প্লাটফর্ম থেকে হামলার ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। ভিডিওর প্রথমেই তাকে আরবি ভাষা নিয়ে মন্তব্য করতে শোনা যায়। এরপরেই সে ওই সিনাগগে প্রবেশের চেষ্টা করেন এবং এর দরজায় গুলি করতে থাকেন। সিনাগগে প্রবেশ করতে না পেরে কাছাকাছি থাকা দু`জন লোককে গুলি করেন ওই বন্দুকধারী।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি জার্মানির নাগরিক, বয়স ২৭ বছর। সে একাই এই হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে উগ্র-ডানপন্থি চিন্তা ভাবনা থেকেই সে এই হামলা চালিয়ে থাকতে পারে।

উপরে