মেক্সিকোতে পুলিশের গাড়িতে হামলায় নিহত ১৪
অনলাইন ডেস্ক
মেক্সিকোতে পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ওই হামলার ঘটনায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মিশোয়াচান রাজ্যের এল আগুয়াজে এলাকায় টহলরত পুলিশের গাড়িতে চালানো হয়। প্রভাবশালী অপরাধী সংগঠন জেলিসকো নুয়েভা জেনারেসিওন কার্টেল ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে অস্ত্রধারীরা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কমপক্ষে ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
উল্লেখ্য, ওই এলাকায় মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি