প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৯ ১৪:১৫

২২০ টন কোকেন পাচারে দোষী হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাই

অনলাইন ডেস্ক
২২০ টন কোকেন পাচারে দোষী হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাই

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ভাই টনি হার্নান্দেজ।

দুই সপ্তাহের বিচার শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আগামী বছরের ১৭ জানুয়ারিতে তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হতে পারে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মিয়ামিতে গ্রেফতার হন ৪১ বছর বয়সী টনি হার্নান্দেজ। তার বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা তাকে ভাইয়ের সুরক্ষা ব্যবহার করে প্রায় ২২০ টন কোকেন পাচারে সাহায্য করায় অভিযুক্ত করে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।

এক টুইট বার্তায় হন্ডুরাসের প্রেসিডেন্ট জানিয়েছেন ‘গভীর দুঃখের’ সঙ্গে তিনি ভাইয়ের দোষী সাব্যস্ত হওয়ার খবর পেয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সহায়তা করা সাবেক মাদক পাচারকারীদের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘স্বীকৃত খুনিদের সাক্ষ্যের ভিত্তিতে তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে’।

টনি হার্নান্দেজের বিচারে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সহায়তা দেয় সাবেক মেয়র আমিলকার আলেক্সান্ডার আরডন ও সাবেক গ্যাং সদস্য দেভিজ ড্যানিয়েল রিভেরা মারাদিয়াগা। 

খবর বিবিসির।

উপরে