কঙ্গোতে দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরে নিহত ৩০
কঙ্গোতে স্থানীয় সময় রোববার মধ্যরাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আফ্রিকার দেশটির রাজধানী কিনশাসায় রোববার রাতে ওই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানান, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি।
ওই বাসটিতে প্রায় ১০০ যাত্রী ও মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।
কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনাকবলিত হয় এবং আগুন ধরে যায়। রোববার দিবাগত রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
খবর স্ট্রেইট টাইমসের