আল-বাগদাদীর উত্তরসূরিও মার্কিন হামলায় নিহত: ট্রাম্প
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস প্রধান আবু বকর আল-বাগদাদী নিহত হওয়ার ঠিক দুই দিনের মাথায় সংগঠনে আল-বাগদাদীর অন্যতম উত্তরসূরি নিহত হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এদিন ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে দাবি করে, মার্কিন সেনাদের হাতে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদীর অন্যতম উত্তরসূরি নিহত হয়েছেন। নিহত ওই নেতাই আল-বাগদাদীর উত্তরসূরি হিসেবে এক নম্বরে ছিল বলে দাবি ট্রাম্পের।
তিনি বলেন, আল-বাগদাদীর অবর্তমানে আইএসে তার উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল ওই নেতারই। এখন সে মৃত। যদিও একবারের জন্যও নিহত আইএস নেতার নাম উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প।
যদিও গত সোমবার আবু আল হাসান আল মুজাহির নামে আইএসের অপর এক নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই নেতার কথাই ট্রাম্প বলছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর থেকে বিশ্ব নেতারা সতর্ক থাকতে বলেছেন। এর প্রতিশোধ নিতে আইএস বিশ্বজুড়ে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, আইএসের প্রতিষ্ঠাতা ও প্রধান আল-বাগদাদীকে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র খুঁজছিল। গত শনিবার (২৬ অক্টোবর) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে থাকা আল-বাগদাদীর গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন স্পেশাল ফোর্স। ওই অভিযান চলাকালীন আইএস নেতার পরনে ছিল সুইসাইড ভেস্ট। পরে সেটি বিস্ফোরণের মাধ্যমেই তার মৃত্যু হয়।