মিয়ানমারে ট্রাক খাদে পড়ে ১৫ বৌদ্ধ তীর্থযাত্রী নিহত

মিয়ানমারে একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছে। ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় এক ভিক্ষুসহ অন্তত ১৫ জন বৌদ্ধ তীর্থযাত্রী নিহত হয়েছেন।
সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলে শান রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। মিয়ানমার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ২৫জন লোক ছিল ট্রাকটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দশজন।
তিনি জানান, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ।
সূত্র : এনডিটিভি