ফ্রান্সে লরি থেকে ৩১ পাকিস্তানিকে উদ্ধার
অনলাইন ডেস্ক
ফ্রান্সের দক্ষিণে অবৈধভাবে প্রবেশের সময় একটি লরি থেকে ৩১ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শনিবার সরকারি কৌঁশুলিরা এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় ওই লরির চালককে আটক করা হয়েছে। গাড়িটির চালকও পাকিস্তানি বলে জানিয়েছেন কৌঁশুলিরা।
গত মাসে লন্ডনের এসেক্সে একটি লরির ট্রেইলার থেকে ৩৯ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়। লন্ডন পুলিশ জানিয়েছে, এই ৩৯ জনের সবাই ভিয়েতনামের নাগরিক।
ফরাসি কৌঁশুলিরা জানিয়েছেন, শুক্রবার ইতালি সীমান্তের কাছে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চালানো হচ্ছিল। ওই সময় একটি লরি থেকে ৩১ পাকিস্তানিকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন কিশোর রয়েছে। ইমিগ্রেশন আইন অনুযায়ী, তাদেরকে ইতালি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়েছে।