নেপালে বাস নদীতে পড়ে সাত শিশুসহ নিহত ১৭
নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলা বাস দুর্ঘটনায় সাত শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন।
রবিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়ে স্থানীয় কর্মকর্তারা।
এই ঘটনায় জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং বলেন, এখন পর্যন্ত ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, আরো ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও আছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিলো, তার কোনো রেকর্ড ছিলো না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ আছে, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন ও গাড়ির বেপরোয়া গতির জন্য নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে, গত মাসে অপর একটি বাস নদীতে পড়ে ১১ জন নিহত ও আরো শতাধিক মানুষ আহত হয়।
খবর এএফপি।