ইরাকে মার্কিন ঘাঁটির কাছে ১৭টি রকেট হামলা
ইরাকের একটি মার্কিন সেনাঘাঁটির কাছে ১৭টি রকেট আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাঘাঁটির কাছে এ হামলা চালানো হয়। এই হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ইরানি সশস্ত্র বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকের নেইনাভা প্রদেশের কাইয়ারা শহরের মার্কিন ঘাঁটির কাছে এ রকেট হামলা চালানো হয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
মার্কিন বাহিনী কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ২০০১ সালে আফগানিস্তান দখল করে। এর দুবছর পর ২০০৩ সালে ইরাক দখল করে নেয় মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর উপস্থিতির ফলে এই দুটি দেশেরই নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দুই দেশের জনগণের মধ্যে ব্যাপক মার্কিন বিরোধী মনোভাব গড়ে ওঠে।
এদিকে, ২০১৪ সালে মার্কিন আগ্রাসনের দীর্ঘমেয়াদি ফল হিসেবে ইরাকে উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস বা দায়েশের আবির্ভাব হয়। আইএস দমনের অজুহাতে আবার ইরাকে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। আইএস-এর সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার বিষয়টি বিবেচনা করে ইরাকি জনগণ আবার ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
২০১৪ সালে কাইয়ারা শহরটি জঙ্গিগোষ্ঠী দায়েশ দখল করে নিলেও ২০১৬ সালে ইরাকের সেনাবাহিনী এটি পুনরুদ্ধার করে। আইএস বিরোধী যুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে সামরিক উপদেষ্টা দিয়ে সাহায্য করে ইরান। কিন্তু মার্কিন বাহিনী আইএস বিরোধী অভিযানের নামে সে সময় কাইয়ারা শহরে হামলা চালায়। এতে নির্বিচারে বেসামরিক মানুষ নিহত হয়। তখন থেকে সেখানে মার্কিন সেনাঘাঁটির বিরুদ্ধে জনমত তীব্র ছিল।