প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১৫:৫৫

নওয়াজ শরিফকে ৪ সপ্তাহ বিদেশে থাকার অনুমতি

অনলাইন ডেস্ক
নওয়াজ শরিফকে ৪ সপ্তাহ বিদেশে থাকার অনুমতি

অবশেষে বিনাশর্তে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

শনিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের এক রায়ে তাকে চার সপ্তাহ বিদেশে থাকার অনুমতি দেয়া হয়।

রায়ে লাহোর হাইকোর্ট জানিয়েছেন, চিকিৎসার জন্য নওয়াজ শরিফ চার সপ্তাহ বিদেশে থাকতে পারবেন। এ ক্ষেত্রে তাকে কোনো শর্ত দেয়া হয়নি।

তবে নওয়াজ ও তার ভাই শেহবাজ শরিফকে এই সফরের ব্যাপারে বিস্তারিত সব লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই রায়ের ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধানের শারীরিক অবস্থা। এ মুহূর্তে নওয়াজের সুস্থতার প্রতিই বেশি জোর দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

উপরে