কলম্বিয়ায় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৩

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সান্তান্ডার দে কুইলিচাও শহরের একটি পুলিশ স্টেশনে হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সেই সঙ্গে আরো ছয় জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।
এই ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। নগর সচিব জেইম অ্যাসপ্রিলা বলেন, একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলে তিন জন প্রাণ হারিয়েছেন।
অ্যাসপ্রিলা জানিয়েছেন, এই হামলার সঙ্গে প্রেসিডেন্ট ইভান ডুকের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। এটি পৃথক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।