কঙ্গোতে ১৭ যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত
অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ১৭ যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটেছে বলে জানানো হলেও সংখ্যা বলা হচ্ছে না।
আজ রোববার দেশটির পূর্বাঞ্চলে নর্থ কিভু প্রদেশের গোমা শহরের এক জনপদে প্লেনটি বিধ্বস্ত হয়।
নর্থ কিভুর আঞ্চলিক গভর্নর নাজানজু কাসিভিতা সংবাদমাধ্যমকে বলেন, প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণহানি ঘটেছে। তবে কতজনের প্রাণহানি ঘটেছে তা জানা যায়নি।
সংবাদমাধ্যম বলছে, বেসরকারি এয়ারলাইন্স বিজি বি’র মালিকানাধীন প্লেনটি গোমার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাপেন্দো উপশহরের জনপদে বিধ্বস্ত হয়।