যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। এনবিসি ও সিএনএন জানিয়েছে, পিলাটাস পিসি-১২ নামের বিমানটি চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প পরেই বিধ্বস্ত হয়।
১২ যাত্রী নিয়ে এক ইঞ্জিনের ছোট বিমানটি আইডাহো যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে, চেম্বারলেইন থেকে প্রায় এক মাইল দূরে ব্রুল কাউন্টিতে বিধ্বস্ত হয় বিমানটি। রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ছিল। সাউথ ডাকোটার ওই এলাকায় তখন তুষার ঝড় ছিল।