জর্ডানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ পাকিস্তানি নিহত

পশ্চিম জর্ডানের একটি ঘরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন পাকিস্তানি নিহত হয়েছেন। আজ সোমবার জর্ডানের সিভিল ডিফেন্স অথরিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আট জনই শিশু।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, রবিবার দিবাগত রাতে জর্ডানের কারামেহ শহরে দু’টি পাকিস্তানি পরিবারের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় ১৩ জন পাকিস্তানি নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে বলেন, রবিবার মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হয়তো বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: পাকিস্তান ট্রিবিউন।