২০২০ সাল পর্যন্ত চীনের সঙ্গে কোনো চুক্তি করবে না যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র। ন্যাটো সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে।
বেইজিংয়ের সঙ্গে এখনো কোনো চুক্তিতে আসা সম্ভব হয়নি। এদিকে ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনাও পড়েছে যুক্তরাষ্ট্রের তোপের মুখে। এক বছরেরও বেশি সময় ধরে রফতানি পণ্যে কোটি কোটি ডলারের শুল্ক আরোপ করছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি হওয়ার পরও ট্যারিফ ম্যান হিসেবে খ্যাত ট্রাম্পের কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। ১৫ ডিসেম্বর এ বিষয়ে একটি চুক্তিতে পৌছানোর কথা রয়েছে দুই দেশের।