ইরাকে বিক্ষোভে নিহত ১৯
অনলাইন ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী।
নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীরা ওই হামলা চালায়। ছুরি দিয়েও তারা আক্রমণ করে। এতে আরও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ করে যাচ্ছে বিক্ষোভকারীরা। প্রথমদিকে বিক্ষোভ স্বাভাবিক থাকলেও পরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ফলে সহিংসতা শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ৪ শতাধিক নিহত হন।