আফগানিস্তানে সড়কে পুঁতে রাখা বোমায় একই পরিবারের নিহত ১০
আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছেন।
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের খোশতপ্রদেশে। সেখানকার গভর্নর হালিম ফিদাই বলেন, ওই পরিবারটি পার্শ্ববর্তী প্রদেশে যাচ্ছিলেন। মূল সড়কে পুঁতে রাখা বোমায় গাড়িটি আঘাত লাগলে এ বিস্ফোরণ ঘটে।
উত্তর বালখপ্রদেশে একই রকম আরেকটি ঘটনায় ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রদেশটির পুলিশপ্রধানের মুখপাত্র আদিল শাহ আদিল এমন তথ্য জানিয়েছেন।
পাহাড়ে ব্যাপক তুষারপাতের কারণে শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে লড়াইয়ে স্থবিরতা চলছে। শীতের মাসকে বিদ্রোহীরা বিশ্রাম ও পরবর্তী বসন্ত মৌসুমের হামলার জন্য একত্রিত হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু দেশজুড়ে রাস্তার পাশে বিস্ফোরক স্থাপন করে রাখার ঘটনা অব্যাহত রয়েছে।
চলতি মাসে তালেবানের সঙ্গে মার্কিন আলোচক জালমি খলিলজাদ নতুন করে আলোচনা শুরু করার পর গত সোমবার কাবুল সফরে যান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত আঠারো বছরের যুদ্ধের অবসানে দুপক্ষই একটি অস্ত্রবিরতি পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে।
গ্রাহাম বলেন, মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ হবে বড় ধরনের ভুল। তবে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্তে তার সায় রয়েছে।
তিনি আরও বলেন, আসছে বছরে আমাদের বাহিনীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আফগান নিরাপত্তা বাহিনী অনেক সক্ষম হয়েছে। তারা সক্ষমতা অর্জন করছে। কাজই মার্কিন বাহিনীর সংখ্যা প্রয়োজনমাফিক কমানো যেতে পারে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমে আট হাজার ৬০০-তে পৌঁছাতে পারে। আফগান নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেয়ার পাশাপাশি সন্ত্রাসীবিরোধী অভিযান তারা এখনও অব্যাহত রেখেছে।
দেশটিতে বর্তমানে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ ছাড়া আরও দুই হাজারের মতো ন্যাটো সেনা অবস্থান করছে আফগানিস্তানে।