নাগরিকত্ব সংশোধন আইন: ভারতে দশটির বেশি শহরে একযোগে বিক্ষোভের পরিকল্পনা

নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ভারতের দশটির বেশি শহরে একযোগে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।
খবর দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির।
এই শহরগুলোর মধ্যে দিল্লি, বেঙ্গালুরু ও লখনউতে ইতোমধ্যে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে কলকাতা, মুম্বাই, চেন্নাই, পুনে, হায়দরাবাদ, নাগপুর, ভুবনেশ্বর এবং ভোপালে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ নয়।
গণমাধ্যমটি জানায়, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে শহর, স্থান ও সময় উল্লেখ করে বিক্ষোভ আহ্বান করছে এবং সাধারণ মানুষকে এতে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছে।
নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ গত ৯ ডিসেম্বর লোকসভায় এবং ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করেন।
এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী নয়।
এসব দেশে থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টানদের কাছে বৈধ কাগজপত্র না থাকলেও তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে।
রামনাথ কোবিন্দ এই আইনে সই করার পরপরই ভারতের উত্তরপূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়।