প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৫

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে কমপক্ষে ২৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। পাহাড়ি ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাসটি ৫০০ ফুট নিচে নদীতে পড়ে যায়। খবর সাউফ চায়না পোস্ট ও এএফপির।

স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গোমারা মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানিয়েছেন, নদীতে ডুবে যাওয়া বাসটিতে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাগার আলম শহর থেকে কিছুটা দূরে একটি দুর্গম এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকার পুরনো রাস্তাগুলো দীর্ঘদিন ধরে মেরামত না করা করায় এগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

উপরে