প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১১:১১

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। দুর্ঘটনায় বিমানটির এক আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে। আজ শনিবার রাজ্যের লাফায়েত নামক এলাকায় ওয়ালমার্ট সুপারমার্কেটের কাছেই ছোট আকারের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

এরপর বিমানটি একটি গাড়িকে ধাক্কা দেয়। বিমানটি বিধ্বস্তের সময় পাশেই থাকা পোস্ট অফিসের জানালা উড়ে যায়। দুর্ঘটনার পরপর ওয়ালমার্ট সুপারমার্কেট খালি করে ফেলা হয়। নিহতদের একজন স্পোর্টস রিপোর্টার কার্লি অ্যান ম্যাককর্ড। বার্তা সংস্থা এপি’কে এই তথ্য নিশ্চিত করেছেন তার স্বামী। দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস।

উপরে