প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:২৪

ঘন কুয়াশার কবলে দিল্লি; দুই শিশুসহ নিহত ৬

অনলাইন ডেস্ক
 ঘন কুয়াশার কবলে দিল্লি; দুই শিশুসহ নিহত ৬

ঘন কুয়াশার কবলে পড়ে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দিল্লিতে। রবিবার গভীর রাতে দিল্লি সংলগ্ন ডাংকাউর এলাকায় উল্টে যায় গাড়ি। এই দুর্ঘটনার জেরে দুই শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির আরও ৫ যাত্রী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে উত্তরপ্রদেশের সম্ভল জেলা থেকে গাড়িতে দিল্লির দিকে যাচ্ছিলেন বেশ কয়েকজন। কুয়াশার কারণে স্বাভাবিকভাবে দৃশ্যমানতা কম ছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকা ডাংকাউর এলাকায় খেরলি ক্যানালে পড়ে যায় গাড়িটি। খবর পেয়েই দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ক্যানাল থেকে উদ্ধার করা হয় গাড়ির যাত্রীদের। 

জানা গেছে, দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশুসহ ৬ জনের। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকায় বছরের শেষে জাঁকিয়ে শীত পড়েছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। একই পরিস্থিতি উত্তর ভারতের বাকি রাজ্যেও। সেই কারণে দেরীতে চলছে ট্রেন এবং বিমান।

গাড়ি চালানোর ক্ষেত্রেও চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে  ইতিমধ্যেই একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই দেরিতে চলছে। স্বাভাবিকভাবে উড্ডয়নের ক্ষেত্রেও সময়ের হেরফের লক্ষ্য করা যাচ্ছে। 

উপরে