শিক্ষক হত্যা: ২৯ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুদণ্ড
সুদানে গত ফেব্রুয়ারিতে স্বৈরশাসক ওমর আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার সময় এক শিক্ষককে তুলে নিয়ে যান গোয়েন্দা কর্মকর্তারা। এরপর তাঁকে গোয়েন্দা হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে দেশটির একটি আদালত ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
গোয়েন্দা হেফাজতে নিহত ওই শিক্ষকের নাম আহমেদ আল খায়ের (৩৬)।
শিক্ষক হত্যার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হন গোয়েন্দা হেফাজতে নিয়ে নির্যাতনকারী কর্মকর্তাসহ ২৯ জন। সোমবার ওই ব্যক্তিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন বিচারক সাদেক আব্দুল রহমান।
ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চার গোয়েন্দা কর্মকর্তাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান বাকি সাতজন।
প্রসঙ্গত, সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির ১৯৮৯ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিলেন। ২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। চলতি বছরের শুরুতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরে তা স্বৈরশাসক বশিরের পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়।
সূত্র : বিবিসি,আল-জাজিরা