জম্মু ও কাশ্মীরে দুই ঘণ্টায় চার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরে সোমবার রাতে দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে চার দশমিক সাত থেকে পাঁচ দশমিক পাঁচ মাত্রার চারটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
এদিন রাত দশটা ৪২ মিনিটে প্রথমবারের মতো একটি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল চার দশমিক সাত মাত্রার। এর ছয় মিনিট পর পাঁচ দশমিক পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে দশটা ৫৮ মিনিটে। এটির মাত্রা ছিল চার দশমিক ছয়। সবশেষ ১১টা ২০ মিনিটে পাঁচ দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
তবে এসব ভূমিকম্পের আঘাতে অঞ্চলটি থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি।