পদত্যাগ করলেন মালয়েশিয়ার ‘জুতা মন্ত্রী’খ্যাত মন্ত্রী
অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মাসল্লি মালিক। বৃহস্পতিবার এক সাংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে নিজের পদত্যাগের কথা জানান তিনি।
দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নির্দেশেই পদত্যাগ করেছেন বলে ঘোষণা দেন মাসল্লি মালিক।
সদ্য পদত্যাগ করা এই শিক্ষামন্ত্রী মালয়েশিয়ায় ‘জুতা মন্ত্রী’ নামে খ্যাত। শিক্ষার্থীদের সাদা জুতা না পরে ‘কালো জুতা’ পরা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে তার যুক্তি ছিল, কালো জুতা পরলে শিক্ষার্থীদের বেশি সুন্দর দেখাবে।
শুধু জুতাবিষয়ক বক্তব্য দিয়েই নয়, দেশটিতে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে বছরজুড়েই ব্যাপক সমালোচিত হয়েছেন এই শিক্ষামন্ত্রী।
দায়িত্ব গ্রহণের পর মালয়শিয়ার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটাতে মাসল্লি ব্যর্থ হয়েছেন অভিযোগ ওঠে। দেশজুড়ে সর্বস্তরের নাগরিকরা তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনার শুরু করেন। এমনকি তার পদত্যাগের দাবিতে অনলাইনেও পিটিশন করা হয়।
মাসল্লির পদত্যাগের দাবিতে নভেম্বর মাসে দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদরা তীব্র আন্দোলন করেন। এ সময় সরকারদলীয় মন্ত্রী ও নীতিনির্ধারকদেরও পাশে পাননি মাসল্লি।
তীব্র আন্দোলন ও সমালোচনার মুখে অবশেষে নতুন বছরের শুরুতেই পদত্যাগ করতে বাধ্য হন ৪৬ বছর বয়সী এই মন্ত্রী।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ড. মাহাথীর মোহাম্মদ।
তিনি জানান, জনগণের দাবিকে মেনে নেয়ায় মাসল্লি মালিককে ধন্যবাদ জানাই। দ্রুত নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দেয়া হবে।
খবর সিএনএনের।