ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে: পেন্টাগন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে এক রকেট হামলায় ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এক বিবৃতিতে এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত অক্টোবরেও তাকে হত্যাচেষ্টা বানচাল করে দেওয়ার দাবি করেছিলো ইরান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই জেনারেল কাসেম সোলাইমানির ওপর লক্ষ্য করে হামলা চালানো হয়।মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী ও কূটনীতিকিদের ওপর হামলার সক্রিয় পরিকল্পনা করছিলেন।
গত সপ্তাহ বাগদাদে মার্কিন দূতাবাসে হামলাও সোলাইমানির নির্দেশে হয়েছিলো বলে দাবি করে যুক্তরাষ্ট্র। তারা জানায়, ভবিষ্যতে ইরান যেন হামলার পরিকল্পনা করতে না পারে তাই সুলাইমানিকে হত্যা করা হয়েছে।
ছুটিতে থাকা ট্রাম্প কোনও মন্তব্য না করলেও মার্কিন পতাকা দিয়ে একটি টুইট করেছেন।