ইরাকে আবারো বিমান হামলা, নিহত ৬
আবারো ইরাকে বিমান হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ইরানের কাসেম সুলাইমানিকে হত্যার পর শনিবার সকালে বিমান হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করা হয়েছে। তবে এই বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাগদাদের উত্তরে পপুলার মোবালাইজেশন মোভমেন্টে সদস্যদের গাড়িবহরে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। গাড়িবহরটি টাজ নামক একটি এলাকা দিয়ে যাচ্ছিল। তবে ওই গাড়িবহরে মিলিশিয়া বাহিনীর সিনিয়র বা গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিলেন না।
এদিকে, ইরাকের সেনাবাহিনীর দাবি এই বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে গতকাল শুক্রবার মার্কিন হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় জেনারেল কাসেম ছাড়াও আরো পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস।
সূত্র: আনাদলু এজেন্সি, টেলিগ্রাফ।