কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ৩৬

কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি পর্যটক অতিথিশালা ধসে ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৩ জন। আজ রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, শুক্রবার রাজধানী নম পেন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উপকূলীয় শহর কেপে ৭ তলা ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েছিলেন। ২ দিন পর আজ রোববার উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এক বিবৃতিতে তারা জানান, নিহতদের মধ্যে ৬ জন শিশু ও ১৪ নারী রয়েছে। তবে নির্মাণাধীন ভবনে শিশুরা কেন ছিল বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি। কেপের গভর্নর কেন সাথা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক এক কম্বোডীয় দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় কেপ প্রদেশের কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন। তিনি বলেন, ‘ভবন ধস কেবল কম্বোডিয়াতেই হয় না, আমেরিকাসহ অন্যত্রও এমন ঘটনা ঘটে’।