কাশ্মীর ইস্যুতে সোচ্চার ভারতীয় সুপ্রিম কোর্ট
অনলাইন ডেস্ক
ভারতের জম্মু-কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধসহ সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার ভারতীয় সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেন।
জম্মু-কাশ্মীর বিষয়ে শুনানিতে সুপ্রিম কোর্ট বলেন, তথ্য আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট এবং এটি মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করতে হবে। পাশাপাশি, সমস্ত নির্দেশ এবং ফোন পরিষেবার উপর নিষেধাজ্ঞার বিষয়ে ১৪৪ ধারার অধীনে যে সব নির্দেশ রয়েছে সরকারকে সেগুলোও প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে ভারতের শীর্ষ আদালত।
জম্মু-কাশ্মীরে কেন নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার এ নিয়ে মামলা দায়ের করেন কাশ্মীর টাইমস-এর সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। ওই মামলার শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলো।