প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০ ১৩:০৫

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ নিহত ১৫

পাকিস্তানের কোয়েটায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

নিহতদের মধ্যে মসজিদটির ইমাম ও প্রাদেশিক পুলিশের সহকারী সুপারিনটেন্ড আমানুল্লাহও (ডিএসপি) রয়েছেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লেনগোভ জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কোয়েটার স্যাটেলাইট টাউনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের ডিআইজি আব্দুল রাজ্জাক চিমা জানান, মসজিদটিতে দুর্বৃত্তরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

উপরে